‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১০ ফেব্রুয়ারী ২০২৪

১:৪৭:১৩ PM
1436598

পাকিস্তানে নির্বাচন: ইমরান সমর্থিতরা এগিয়ে, দ্বিতীয় স্থানে নওয়াজের দল

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে ২৬৫ আসনের মধ্যে ২২৭টি আসনের অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৯৩টি আসন পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল। এরপরে রয়েছে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

বেসরকারি টেলিভিশন জিও নিউজের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী- স্বতন্ত্র প্রার্থীরা ৯১টি আসনে জয়ী হয়েছেন, যার বেশির ভাগই ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই)–সমর্থিত প্রার্থী। দ্বিতীয় অবস্থানে থাকা নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) পেয়েছে ৬৪ আসন। আর বিলাওয়ালের পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫১‌ আসন। এর বাইরে এমকিউএম ১৩টি, পিএমএল ৩টি এবং জেইউআই (পি) ও আইপিপি দুটি করেআসনে জয় পেয়েছে।

এদিকে, ইমরান সমর্থিত প্রার্থীর কাছে হেরে গেছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এনের প্রধান নেতা নওয়াজ শরিফ। বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনে মানসেহরা আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাদা গাস্তাসাপের কাছে বড় ব্যবধানে হেরেছেন এই প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনি এলাকা এনএ-১৫ মানসেহরা থেকে পাওয়া অনানুষ্ঠানিক ফলে দেখা যাচ্ছে, শাহজাদা গাস্তাসাপ এক লাখ পাঁচ হাজার ২৪৯ ভোট পেয়েছেন। অপরদিকে নওয়াজ শরীফ পেয়েছেন ৮০ হাজার ৩৮২ ভোট। অর্থাৎ ২৪ হাজারেরও বেশি ভোটে হেরেছেন নওয়াজ। অবশ্য মানসেহরাতে পরাজয় সত্ত্বেও নওয়াজ শরিফ লাহোরের এনএ-১৩০ আসনেও প্রার্থী হিসেবে রয়েছেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী ইয়াসমিন রশিদের মুখোমুখি হয়েছেন তিনি।

342/