‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১৩ ফেব্রুয়ারী ২০২৪

১২:৩২:৫৯ AM
1437240

কতিপয় আরব দেশ কর্তৃক ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সাহায্যের সমালোচনা করেছেন ওমানের মুফতি

মুফতি শেইখ আহমেদ বিন হামাদ আল-খালিলি বলেন, ফিলিস্তিনের নির্যাতিত ও যুদ্ধরত জনগণ যখন ক্ষুধায় ভুগছে, তখন তাদের স্বজনরা (আরব শাসকরা) শত্রুকে সাহায্য করছে এবং শত্রুকে পণ্য পরিবহনের সুবিধা দিচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ওমানের মুফতি শেইখ আহমেদ বিন হামাদ আল-খালিলি কিছু আরব দেশের ফিলিস্তিনের পরিবর্তে ইহুদিবাদী শাসককে সাহায্যের সমালোচনা করেছেন। ওমানের মুফতি বলেছেন, অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি অত্যধিক খারাপ হয়েছে এবং নিপীড়ন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরো বলেন, ফিলিস্তিনের নির্যাতিত ও যুদ্ধরত জনগণ যখন ক্ষুধায় ভুগছে, তখন তাদের স্বজনরা (আরব শাসকরা) শত্রুকে সাহায্য করছে এবং শত্রুকে পণ্য পরিবহনের সুবিধা দিচ্ছে।

এর আগে, হিব্রু ভাষার সংবাদপত্র মা'আরিভ দাবি করেছিল যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডান তাদের ভূখণ্ড উপর দিয়ে দুবাই বন্দর থেকে অধিকৃত ফিলিস্তিনের হাইফা বন্দরে পণ্য স্থানান্তর করতে সম্মত হয়েছে।#176S