‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২০ জুন ২০২৪

৫:০৯:৪৭ PM
1466718

সমরাস্ত্র উৎপাদন ও সামরিক শক্তিমত্তা প্রদর্শনে ইরানের উল্লেখযোগ্য সাফল্য

পার্সটুডে- ইথিওপিয়ার কাছে ইরানের ‘মোহাজের’ ড্রোন বিক্রি, বাগদাদ সমরাস্ত্র মেলায় ইরানের প্রতিরক্ষা সমরাঞ্জাম প্রদর্শনী, ইরানের নৌবাহিনীতে নতুন নতুন সমরাস্ত্র সংযোজন এবং ইরান ও আজারবাইজানের মধ্যে যৌথ সামরিক মহড়া ছিল ইরানের সামরিক শিল্পের সর্বশেষ কিছু উল্লেখযোগ্য খবরাখবর।

অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অর্জনের জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান গত চার দশক ধরে নিরবচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে এসেছে। পার্সটুডের রিপোর্ট অনুযায়ী, ইথিওপিয়ার একটি বিমান ঘাঁটিতে ইরানে নির্মিত ড্রোন ‘মোহাজেরের’ উপস্থিতি আফ্রিকা মহাদেশের কেন্দ্রস্থলে ইরানের সমরাস্ত্র রপ্তানির প্রমাণ বহন করে।

ইরান বর্তমানে বিশ্বের অত্যাধুনিক সমরাস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় নিজের স্থান করে নিতে পেরেছে। বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলো থেকে শুরু করে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে ইরান তার ড্রোন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

বাগদাদ মেলায় ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রদর্শনী

সম্প্রতি ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা মেলায় ইরানসহ বিশ্বের ২২টি দেশ অংশগ্রহণ করে।

এই মেলায় ইরানের পক্ষ থেকে ‘মোহাজের’ ড্রোন, দূরপাল্লার ‘গাজা’ ড্রোন, এন্টি আর্মার ক্ষেপণাস্ত্র ‘দেহলাভিয়ে’, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধসামগ্রী প্রদর্শিত হয়েছে।

ইরানের নৌবাহিনীতে শিগগিরই নয়া সমরাস্ত্র সংযোজন হতে যাচ্ছে

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন:

নৌবাহিনীতে শিগগিরই বেশ কিছু নতুন যুদ্ধ সরঞ্জাম সংযোগিত হবে এবং আমরা সব মহাসাগরে সমান তালে নিজেদের উপস্থিতি জানান দেয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছি।

অ্যাডমিরাল ইরানি বলেন: ইরানের নৌবাহিনীতে এরইমধ্যে অত্যাধুনিক ড্রোন যুক্ত হয়েছে। এর ফলে ইরানের নৌশক্তি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

ইরান ও আজারবাইজানের মধ্যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত

ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার আমির করিম চেশক বলেছেন:

সম্প্রতি ইরান ও আজারবাইজান সীমান্তে দু’দেশের মধ্যে সীমিত পর্যায়ে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।  সন্ত্রাসবাদ মোকাবিলা বিশেষ করে দু’দেশের সীমান্তবর্তী একটি জলাধানের নিরাপত্তা রক্ষা করা ছিল এ মহড়ার প্রধান উদ্দেশ্য।

গতমাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে ওই জলাধার উদ্বোধন শেষে ফিরের আসার সময় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছিলেন; যদিও ওই দুর্ঘটনায় কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।

আমির করিম চেশক বলেন, একদিনব্যাপী যৌথ সামরিক মহড়াটি ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে অনুষ্ঠিত হয়েছে।

ইরানের রপ্তানিযোগ্য প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বৃদ্ধি

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তালায়ি নিক বলেছেন: চলতি বছর ইরান রপ্তানিযোগ্য প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন গত বছরের তুলনায় শতকরা ৫০ ভাগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।  

তিনি বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিকনির্দেশনায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তেহরান।

দিয়েগো গার্সিয়া দ্বীপের কাছে আইআরজিসি’র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপস্থিতি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি বলেছেন: ইরানের শহীদ মাহদাভি যুদ্ধজাহাজটি সম্প্রতি প্রথমবারের মতো দিয়েগো গার্সিয়া দ্বীপের কাছাকাছি পৌঁছেছিল।  ওই দ্বীপে মার্কিন বাহিনী মোতায়েন রয়েছে।

তাংসিরি বলেন: এই মিশনে, শহীদ মাহদাভি জাহাজটি মালাগা প্রণালীর মতো বিশ্বের গুরুত্বপূর্ণ ও কৌশলগত প্রণালী অতিক্রম করে এবং বিষুবরেখা অতিক্রম করে মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহরের এলাকায় প্রবেশ করে।#


342/