ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এরমধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্যসাগরে অবস্থানরত তেল ট্যাংকার ‘ওয়ালার’-এ কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। ”
বিবৃতিতে বলা হয়, তেল ট্যাংকারটি ইসরাইলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল। ইসরাইল বন্দরগুলো ব্যবহারের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে।
এদিকে লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইয়েমেনে সশস্ত্র বাহিনী জানায় তারা ভূমধ্যসাগরে অবস্থানরত জনাথন মায়েরস্ক নামের আকেরটি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং হামলাটি সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘জাহাজটি ছিল মায়েরস্ক কোম্পানির এবং এই কোম্পানি গাজায় ইসরাইলি আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে।’
ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, লোহিত সাগরে ইসরাইল অভিমুখী জাহাজ লোয়ানিসেও শুক্রবার অভিযান চালায় ইয়েমেন। বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
342/