‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২০ সেপ্টেম্বর ২০২৪

৭:৫৮:৪৭ PM
1486817

ইরানে রেল ট্রানজিট খাতে ব্যাপক প্রবৃদ্ধি

পার্সটুডে- রেল ট্রানজিট খাতে ইরানে ব্যাপক প্রবৃদ্ধি ঘটেছে। গত ২১ মার্চ থেকে ২১ আগস্ট- এই পাঁচ মাসে রেল ট্রানজিটের মাধ্যমে পণ্য পরিবহন ৪৭ শতাংশ বেড়েছে।

পার্সটুডে ফার্সি জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান দেখা গেছে রেল ট্রানজিটের মাধ্যমে পণ্য পরিবহন সাত লাখ ৭৩ হাজার টনে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৭ শতাংশ বেশি। গত বছর একই সময়ে রেল ট্রানজিটের মাধ্যমে পণ্য পরিবহন করা হয়েছিল পাঁচ লাখ ২৬ হাজার টন।

একই সময়ে রেল পথে যাত্রী পরিবহনেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। এক কোটি ২৮ লাখ মানুষ এই সময়ে ট্রেনে সফর করেছেন। 

আর রেল নেটওয়ার্কের মাধ্যমে মোট পণ্য পরিবহন করা হয়েছে এক কোটি ৭০ লাখ টন।#  

342/