৩ দিনব্যাপী অনুষ্ঠিত ওই শিল্পমেলা ২৭ অক্টোবর (রোববার) শেষ হয়েছে। শিল্পপ্রেমিরা ওই মেলার সুবাদে ইরানি শিল্পীদের শিল্পকর্মের সঙ্গে পরিচিত হতে পেরেছে। পার্সটুডে আরও জানিয়েছে সমকালীন আন্তর্জাতিক শিল্প মেলা কসমস্কোয় ইরানি শিল্পীদের জন্য আলাদা একটি বিভাগ রাখা হয়েছে। ওই বিভাগের ৫টি স্টলে ইরানের শিল্পীদের মোট ৬৮টি শিল্পকর্ম প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এগুলোর মধ্যে ৫৯টি চিত্রকর্ম এবং ৯টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ইরানের চারটি গ্যালারির মাধ্যমে ওই শিল্পকর্মগুলো রাশিয়ায় আনা হয়েছে বলে পার্সটুডে জানায়।
মস্কোয় নিযুক্ত ইরানি দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা মাসউদ আহমাদভান্দ ওই মেলায় ইরানি শিল্পকর্মের ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে বলে জানান। তিনি বলেন: ইরানি শিল্পীদের শিল্পকর্ম তাদের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের শেকড়ে প্রোথিত। সমসাময়িক সংস্কৃতির ছাপও তাদের শিল্পকর্মে লক্ষণীয়। সে কারণে ইরানি শিল্পকর্ম জাতীয় ও বৈশ্বিক খ্যাতি অর্জন করেছে।
মস্কোতে ইরানী শিল্পের এই প্রদর্শনী ইরানী দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় এবং রাশিয়ার কালচারাল কোম্পানির সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। ওই কোম্পানিটি রাশিয়া ও ইরানের মধ্যে একটি সাংস্কৃতিক সংলাপ তৈরির ক্ষেত্রে কাজ করছে।
কালচারাল ওই কোম্পানির সিইও মনে করেন: ইরান এবং রাশিয়ার চিন্তার মধ্যে অনেক মিল রয়েছে। বিশেষ করে নির্মাণ, গবেষণা এবং জ্ঞানের প্রসারের ক্ষেত্রে দু'দেশের প্রত্যাশা অভিন্ন। পারস্পরিক স্বার্থ এবং বন্ধুত্বের ভিত্তিতে এ বিষয়ে সংলাপ ও সহযোগিতার ক্ষেত্র উন্মুক্ত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।#
342/