‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২ নভেম্বর ২০২৪

৭:০২:৩৯ PM
1500601

ইসরাইলের 'গুপ্তচর ইউনিট-৮২০০' ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক আক্রমণ

পার্সটুডে-লেবাননের হিজবুল্লাহ তেল আবিবের শহরতলি গিলোতে ইসরাইলের 'গুপ্তচর ইউনিট-৮২০০' ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে ঘোষণা করেছে: আজ শনিবার সকালে, গাজায় ফিলিস্তিনি জাতির সমর্থনে এবং লেবাননকে রক্ষার জন্য ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার জবাবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে খাইবার অভিযান চালিয়েছে। পার্সটুডে জানিয়েছে, ইসরাইলের 'গুপ্তচর ইউনিট-৮২০০' ঘাঁটি সাইবার যুদ্ধের দায়িত্বে রয়েছে। এই 'গুপ্তচর ইউনিটটি শুধু যে কেবল ইসরাইল সরকারের সবচেয়ে বড় গোয়েন্দা ইউনিট তা নয়, একইসাথে তা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা ইউনিটও।

লেবাননের হিজবুল্লাহ আজ শনিবারও ইসরাইলের দখলকৃত অঞ্চলের উত্তরে বেশ কয়েকটি ইহুদিবাদী বসতি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ইহুদিবাদী সেনাবাহিনী লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে। লেবাননের হিজবুল্লাহ, সেদেশের বেসামরিক লোকদের লক্ষ্য করে ইসরাইলি আগ্রাসনের বিপরীতে ইসরাইলের দখলকৃত অঞ্চলগুলোর উত্তরে সামরিক অবস্থান এবং ইহুদিবাদী বসতিগুলোর ওপর অসংখ্য অভিযান চালিয়েছে। #

342/