পার্সটুডে জানিয়েছে, গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে, এতে রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানি ঠেকাতে এই সংগঠনের সঙ্গে জড়িত সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
জাহাজের উপর নজরদারি জোরদার করার জন্য ড্রোন ও স্যাটেলাইট ব্যবহারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের জলসীমায় বীমাবিহীন জাহাজগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা রাশিয়ার প্রাকৃতিক গ্যাসসহ দেশটির জীবাশ্ম জ্বালানি আমদানি ও ব্যবহার পুরোপুরি বন্ধ করার আহ্বান জানিয়েছে।
পশ্চিমারাই বলছে রাশিয়ার বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞা কাজে আসছে না
পশ্চিমা নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে তেল-গ্যাস বিক্রির লক্ষ্যে যেসব জাহাজ তৎপর রয়েছে সেগুলোকে ঠেকাতে ইউরোপ ও আমেরিকার নানা প্রতিষ্ঠান ব্যাপক চেষ্টা করলেও তাতে খুব একটা কাজ হচ্ছে না। ইউরোপীয় ও মার্কিন সূত্রগুলো বলছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করতে তাদের প্রতিষ্ঠানগুলো খুব একটা সফল হয়নি।
এই প্রসঙ্গে ব্লুমবার্গ নিউজ এজেন্সি জানিয়েছে, অপ্রতুল নজরদারি ব্যবস্থা এবং চীন ও ভারতের মতো প্রধান আমদানিকারক দেশগুলোর সস্তা তেলের প্রয়োজনীয়তার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার ফলাফল সীমিত।
কোনো কোনো ইউরোপীয় দেশও রাশিয়া থেকে তেল কিনছে বলে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবেদনে জানা গেছে।#
342/