পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার শহরের শিয়াদেরকে উপর চালানো সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)। বিবৃতি বলা হয়েছে পারাচিনারে শিয়াদের অবরোধ ও হত্যাকাণ্ড তাকফিরীদের আসল রূপের বহিঃপ্রকাশ এবং জায়নবাদীদের সাথে তাদের অভিন্নতার চিহ্ন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা) বিবৃতিতে বলা হয়েছে পারাচিনারে শিয়াদের অবরোধ ও হত্যাকাণ্ড তাকফিরীদের আসল রূপের বহিঃপ্রকাশ এবং জায়নবাদীদের সাথে তাদের অভিন্নতার চিহ্ন।
মূল বিবৃতি
বিসমিল্লাহির রাহমানির রাহিম
«وَمَن یَقْتُلْ مُؤْمِنًا مُّتَعَمِّدًا فَجَزَآؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِیهَا وَغَضِبَ اللّهُ عَلَیْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِیمًا» نساء93
‘যে ব্যক্তি কোন মু’মিনকে ইচ্ছাপূর্বক হত্যা করে, তার শাস্তি জাহান্নাম। যাতে স্থায়ীভাবে থাকবে, তার উপর আল্লাহর ক্রোধ ও অভিসম্পাত। আল্লাহ তার জন্য মহাশাস্তি নির্দিষ্ট করে রেখেছেন।’ (নিসা : ৯৩)
আবারও, সান্ত্রাসী গোষ্ঠীর হামলায় শহীদ হয়েছে পাকিস্তানের পারাচিনারের অসহায় শিয়াদের যাত্রীরা; হামলায় ৮০ জনের বেশী পুরুষ, মহিলা ও শিশু আহত বা শহীদ হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের সকল মুসলমান ও আহলে বাইত (আ.)-এর মাযহাবের অনুসারী এবং বিশ্বের সকল মুক্তিকামী মানুষে মর্মাহত হয়েছে।
যখন একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী গাজা ও লেবাননে শিশু হত্যায় লিপ্ত জায়নবাদীদের বিরুদ্ধে গোটা মুসলিম জাহানের ঐক্য তীব্রভাবে অনুভূত হচ্ছে, ঠিক তখনই তাকফিরী সন্ত্রাসীদের এমন পদক্ষেপ তাদের প্রকৃতি এবং জায়বাদীদের সাথে তাদের অভিন্নতার বিষয়টিকে স্পষ্ট করে।
নিঃসন্দেহে, সন্ত্রাসকে উপকরণ ব্যবহার নীতির মোকাবিলার লক্ষ্যে ইসলামী ঐক্য ও সমাজিক নিরাপত্তা বজায় রাখার অতীব জরুরী, তাই এমন পরিস্থিতিতে এ বিষয়গুলোর প্রতি পাকিস্তানের মুসলিম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও বেশি মনোযোগী হওয়া উচিত।
আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা ঐ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে শহীদদের পরিবার, পাকিস্তানের মুসলিম সমাজ এবাং আহলে বাইত (আ.)-এর অনুসারীদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করার পাশাপাশি মহান আল্লাহর দরবারে হামলায় শহীদদের জন্য রহমত ও মাগফিরাত কামনা করছে।
একইভাবে, সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান সরকারের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মর্মান্তিক এ হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি এবং পারাচেনারে নিরাপত্তা প্রতিষ্ঠা ও শিয়াদের উপর থেকে অবরোধ তুলে নেয়ার জোর দাবী জানায়।
আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা
২১ জমাদিউল উলা, ১৪৪৬
২৩ নভেম্বর, ২০২৪