‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Jugantor
সোমবার

১২ ডিসেম্বর ২০১৬

৭:৪৪:৫৭ AM
797599

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

আবনা ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে একটি গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।
শনিবার যখন ছাদ ধসে পড়ে, আকওয়া ইবম রাজ্যের গভর্নর উদম এমানুয়েলসহ সেখানে কয়েকশ' মানুষ উপস্থিত ছিলেন।
তবে গভর্নর অক্ষত আছেন বলে তার মুখপাত্র একেরেত উদহ জানিয়েছেন। খবর এএফপি, বিবিসি. দ্য গার্ডিয়ানের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিষেক অনুষ্ঠানের জন্য তড়িঘড়ি করে গির্জাটির নির্মাণকাজ চলছিল।
স্থানীয় গণমাধ্যমে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, গির্জাটির ছাদের ধাতব গার্ডার ও লোহার পাত ধসে পড়েছে।
ধ্বংসস্তূপ সরানোর সময় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা আরও নিহতের আশংকা করছেন।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।
বেঁচে যাওয়া এক ব্যক্তির বরাতে নাইজেরিয়ার একটি টেলিভিশনে বলা হয়, গির্জার স্বাভাবিক কাজকর্ম চলছিল। গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ প্রার্থনারত লোকজনের ওপর ছাদটি ধসে পড়ে।
তিনি বলেন, দ্রুত গভর্নরকে উদ্ধার করা হয়। তবে অন্যদের ভাগ্য খারাপ ছিল।
গভর্নর এমানুয়েলের মুখপাত্র একেরেত উদহ বলেছেন, রাজ্য সরকার এ ঘটনার তদন্ত করবে।
মানহীন উপকরণ ব্যবহার এবং ভবন নির্মাণনীতি না মানার কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে।
২০১৪ সালে লাগোস শহরে গির্জার একটি হোস্টেল ধসে ১১৬ জনের প্রাণহানি হয়।