‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

২০ জানুয়ারী ২০১৭

১১:৫০:০২ AM
806106

সিডনি’তে আয়াতুল্লাহ রাফসানজানি’র স্মরণে স্মরণসভা (ছবি)

ইসলামি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রয়াত চেয়ারম্যানের স্মরণে বিশেষ স্মরণসভা ও শোক মজলিশ অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত নবী আকরাম (স.) ইমামবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রয়াত চেয়ারম্যান আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি’র স্মরণে বিশেষ স্মরণসভা ও শোক মজলিশ অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত নবী আকরাম (স.) ইমামবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ‘আব্দুল হুসাইন ওয়াহাজি’, ইরাকি কন্সাল ‘বাসেম দাউদ’, অস্ট্রেলিয়ায় আহলে বাইত (আ) বিশ্বসংস্থা (মাজমা)-এর প্রতিনিধি হুসাইন আদ-দীরানি’, আলেমবৃন্দ এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম উপস্থিত ছিলেন।

সিডনিতে আয়োজিত আয়াতুল্লাহ রাফসানজানি’র স্মরণে এ অনুষ্ঠানটি সঞ্চালন করেন যুহাইর আল-আমেরি এবং অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট কারী ‘মুহাম্মাদ আস-সামাকাহ’।

সিডনিতে অবস্থানরত আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রতিনিধি ‘হুসাইন আদ-দীরানি’ এ অনুষ্ঠানে বক্তৃতাকালে আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির জীবনের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে বলেন: তিনি ছিলেন সন্ধি, জিহাদ, কূটনীতি ও আত্মত্যাগে পূর্ণ একজন মানুষ।

লেবানন ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রতি ইসলামি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রয়াত চেয়ারম্যানের আন্তরিক সহযোগিতার প্রতি ইঙ্গিত করে, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী, ইরান সরকার ও জাতি এবং আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি’র পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

শেইখ ‘নামি ফারহাত আল-আমেলি’ ইংরেজিতে প্রদত্ত বক্তৃতায় নীতি নির্ধারণী পরিষদের প্রয়াত চেয়ারম্যানের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে ইসলামি বিপ্লবে তার অবদান, ইরানে ইসলামি বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি (রহ.) ও ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী’র সাথে তার একনিষ্ঠ সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জনাব ওয়াহাজি আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানী’র বরেণ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের প্রতি ইঙ্গিত করে বলেন, তার রাজনৈতিক বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং কূটনৈতিক অঙ্গনে তার দক্ষতাই তাকে এ উচ্চতায় নিয়ে গেছে।

প্রসঙ্গত, অনুষ্ঠানটি ইমাম হুসাইন (আ.) এর মুসিবত স্মরণে মাসায়েব পাঠের মাধ্যমে শেষ হয়। মাসায়েব পরিবেশন করেন ‘শেইখ হায়দার আস-সিমিয়ানি’।#