‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৩০ মার্চ ২০১৭

৩:১১:০০ PM
820921

সৌদি নিরাপত্তা বাহিনীর হামলায়;

শহীদ হলেন শাইখ নিমরে’র ২ চাচাতো ভাই

সৌদি বাহিনীর হামলায় দুই শিয়া যুবক মুহাম্মাদ ও মেকদাদ আন-নিমর শহীদ হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও কয়েকজন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): স্বৈরাচারী সৌদি সরকারের নিরাপত্তা বাহিনী, আল-আওয়ামিয়া অঞ্চলের ‘আল-রামেস’ এলাকায় অবস্থিত সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম শহীদ শাইখ নিমর বাকের আন-নিমরের এক আত্মীয়ের কৃষিক্ষেত্রে হামলা চালিয়ে তার কয়েকজন আত্মীয়কে হত্যা করেছে বলে জানা গেছে।

সৌদি নিরাপত্তা বাহিনীর হামলায় দুই শিয়া যুবক মুহাম্মাদ ও মেকদাদ আন-নিমর (শাইখ নিমরে’র চাচাতো ভাই) শহীদ এবং কয়েকজন আহত হয়েছেন।

সৌদি সরকার বিরোধী বিভিন্ন ওয়েব সাইট আল-আওয়ামিয়া অঞ্চলের একটি কৃষিক্ষেত্রে সৌদি নিরাপত্তা বাহিনী’র গুলি করার ভিডিও প্রকাশ করে।

সূত্রগুলো জানিয়েছে যে, হামলায় শহীদ শাইখ বাকের আন-নিমরে’র ২ চাচাতো ভাই শহীদ এবং অপর ৫ জন আহত হন। আহতদের মাঝে শাইখ নিমরে’র পুত্র মুহাম্মাদ আব্দুল্লাহ নিমরও রয়েছেন।

প্রসঙ্গত, সৌদি আরবের শীর্ষস্থানীয় আলেম শাইখ বাকের আন-নিমরকে ২০১৬ সালের ২ জানুয়ারি, উদ্ভট কারণে আরো অন্তত ৫০ জন লোকের সাথে শিরচ্ছেদ করা হয়।

শহীদ শাইখ নিমর আন-নিমর তার জ্বালাময়ী বক্তব্যের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি প্রকাশ্যে নিজের খোতবাগুলোতে সৌদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতেন এবং সর্বদা এ দেশের নির্বাচনে প্রদানের দাবী জানাতেন।

শাইখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিন্দার ঝড় ওঠে। মানবাধিকার বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও এ পদক্ষেপের নিন্দা জানায়।#