‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৯ এপ্রিল ২০১৭

৪:৪৫:৩৩ PM
822863

আজানের প্রতি অবমাননার ঘটনায়; ব্রিটিশ গায়কের ১ বছর জেল

একটি নাইট ক্লাবের কনসার্টে অংশগ্রহণ করতে তিউনিশিয়া সফরকারী ব্রিটিশ এক সিঙ্গার, তার গানে আজানের প্রতি অবমাননা করে। এ অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্রিটিশ ঐ সিঙ্গারকে ১ বছর কারাদণ্ড প্রদান করেছে তিউনিশিয়ার আদালত।

একটি কনসার্টে অংশগ্রহণ করতে তিউনিশিয়া সফরকারী ব্রিটিশ সিঙ্গার, তার গানে আজানের প্রতি অবমাননার ঘটনা দেশটির গণমাধ্যমের নজরে পড়ে। তিউনিশিয়ার আদালত আজানের প্রতি অবমাননার বিষয়টি তদন্তের পর তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করে।

প্রতিবেদনে বলা হয়েছে, ঐ গায়ক তার রিমিক্সের অংশে আজানের কিছু অংশ ব্যবহার করে, ঐ সময় নাইট ক্লাবে উপস্থিত সকলেই ডান্স করায় ব্যস্ত ছিল।

নাবিলপ্রদেশের আদালতের মুখপাত্র এ সম্পর্কে জানিয়েছেন: ব্রিটিশ ঐ সিঙ্গারের বিরুদ্ধে সামাজিক নৈতিকতা লঙ্ঘন এবং মুসলমানদের সম্মানিত বিষয়ের প্রতি অবমাননার অভিযোগ আনা হয়েছে।

অবমাননাকর এ পদক্ষেপের ধারাবাহিকতায়, ঐ নাইট ক্লাবকে বন্ধ করে দেয়া হয়েছে।

নাবিল প্রদেশের গভর্ণর এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, আমাদের ধর্মীয় ও সম্মানিত বিষয়াদির প্রতি অবমাননার অধিকার আমরা কাউকে দেব না।

প্রসঙ্গত, তিউনিশিয়া ত্যাগকারী ব্রিটিশ ঐ সিঙ্গার মুসলমানদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন: আমি কোন অবস্থাতেই কোন জাতি বা কোন ধর্মের অনুসারীদেরকে কষ্ট দিতে চাইনি এবং পারফর্মকৃত ঐ অংশটুকু অবমাননাকর হওয়ার বিষয়টিও আমার জানা ছিল না।

একইভাবে ঐ ক্লাব কর্তৃপক্ষও তিউনিশয়ার জনগণের কাছে ক্ষমা চেয়ে উল্লেখ করেছে যে, তারা অবমাননাকর এ পদক্ষেপ সম্পর্কে কিছুই জানতো না।

ঐ ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য শোনার পর তাদেরকে নির্দোষ ঘোষণা করে আগামীতে তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত যে কোন অনুষ্ঠানের যাবতীয় বিষয়াদি চেক করার পর তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঐ আদালত।#