‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

৩ নভেম্বর ২০১৭

৩:৫৯:১৪ PM
864334

দেইর এয যোরকে মুক্ত করলো সিরিয় বাহিনী (ছবি)

সিরিয় ও মিত্রবাহিনী দেইর এয যোর শহরকে পরিপূর্ণরূপে মুক্ত করে এতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সিরিয় সেনাবাহিনী ও মিত্র বাহিনী দেইর এয যোর শহরকে দায়েশ সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করতে সক্ষম হয়েছে।

সামরিক এক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে: গণ ও মিত্র বাহিনীর সহযোগিতায় সিরিয়ার সশস্ত্র বাহিনী, বেশ কয়েকজন দায়েশ কমান্ডারসহ উল্লেখযোগ্য সংখ্যক সন্ত্রাসীকে হত্যা করে দেইর এয যোর শহরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

দেইর এয যোরে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের শেষ অবস্থানকে লক্ষ্য করে উপর্যপুরি হামলা চালিয়ে এ শহরকে মুক্ত করতে সক্ষম হয়েছে সিরিয় বাহিনী। এ সময় সশস্ত্র বাহিনীকে সিরিয়ার বিমান বাহিনী ও আর্টিলারী ইউনিট সহায়তা প্রদান করেছে।

বর্তমানে মিত্র বাহিনীর সহযোগিতা নিয়ে সিরিয় বাহিনী শহরের বিভিন্ন অঞ্চল ও বাড়ীগুলোকে নিরাপদ ঘোষণার লক্ষ্যে অভিযান শুরু করেছে। এ অভিযানের আওতায় দায়েশের অবস্থানস্থল বাড়িগুলোতে মাইন বা কোন বিস্ফোরক না থাকার বিষয়টি নিশ্চিত করা হবে।

সিরিয় বাহিনী গণ ও মিত্র বাহিনীর সহযোগিতায় কয়েক দিন আগে হামিদিয়া, আরদি এবং ওল্ড এয়ারপোর্ট অঞ্চল থেকে দায়েশ সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে সক্ষম হয়।

এর আগে সিরিয় বাহিনী, দেইর এয যোরের উত্তরাঞ্চলে অবস্থিত সালিহিয়া গ্রামের উপর নিয়ন্ত্রণ লাভের মধ্য দিয়ে সন্ত্রাসীদের কাছে রসদ পৌঁছানোর পথ বন্ধ করে দেয় এবং দায়েশ সন্ত্রাসীদেরকে শহরের পূর্বাঞ্চলে কোণঠাসা করে ফেলে।

প্রসঙ্গত, দেইর এয যোর প্রদেশে একমাত্র ‘আল বু কামাল’ শহরটি এখনো দায়েশের নিয়ন্ত্রণে রয়েছে। আল বু কামাল ইরাক সীমান্তে অবস্থিত শহর। শহরটি থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে সিরিয় ও মিত্র বাহিনী।#