১৩ নভেম্বর ২০১৭ - ১৪:৪৩
বেনাপোলে ইমাম হুসাইনের (আ.) চেহলুম পালিত

আলোচনা সভা ও শোক মিছিলের মধ্য দিয়ে শার্শা ও বেনাপোলে পালিত হয়েছে ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চেহলুম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চেহলুম (চল্লিশা) উপলক্ষে গত রোববার (১২ নভেম্বর) ইমাম মাহদী (আ.) ফাউন্ডেশন শার্শার উদ্যোগে বেনাপোল বলফিল্ড হতে একটি শোক মিছিল বের হয়।
ঐ শোক মিছিলে অংশগ্রহণকারী আহলে বাইত (আ.) এর ভক্ত নারী ও পুরুষেরা বেনাপোল বাজার প্রদক্ষিণ করে দীর্ঘ ৫ কিলোমিটার পথ পায়ে হেটে ডুপপাড়া শিয়া মসজিদ পৌঁছায়। ডুপপাড়া শিয়া মসজিদে যেয়ে মিছিলটি শেষ হয়।
এ দিবস উপলক্ষে আয়োজিত শোক মজলিশে বক্তব্য রাখেন যশোরে অবস্থিত মুড়লী ইমামবাড়ির পেশ ইমাম জনাব ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শার্শা শিয়া কমিউনিটির প্রতিষ্ঠাতা জনাব ইকবাল হোসেন শান্তি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গের বিশিষ্ট শিয়া ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব মোশররফ আলী খান।
ইমাম হুসাইন (আ.) এর আত্মত্যাগ, আশুরার শিক্ষা এবং কারবালার থেকে শিক্ষা নিয়ে হক ও বাতিলকে চিহ্নিত করে প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন বক্তাগণ।
এতে স্বরচিত শোকগাথা পরিবেশন করেন জনাব আফসার হোসেন। এছাড়া মার্সিয়া পাঠ করেন আলী রেজা, মোঃ পিপলু রহমান ও সৈয়দ ইমামুল মুত্তাকিন।
প্রসঙ্গত, এ কর্মসূচী আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল আলী আকবার যুব সংঘ ঐক্য পরিষদ, শার্শা-যশোর।#