‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৮ অক্টোবর ২০১৮

৪:১০:৫৬ PM
914571

নাইজেরিয়াতে শোক মিছিলে গুলি ; ১০ জনের শাহাদাত (ছবি)

ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চেহলাম (চল্লিশা) উপলক্ষে নাইজেরিয়ার রাজধানী আবুজার নিকটবর্তী একটি এলাকায় আয়োজিত শোক মিছিলে নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতে অন্তত ১০ ব্যক্তি শহীদ হয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নাইজেরিয়া পুলিশ ও নিরাপত্তা বাহিনী আবারও, ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা উপলক্ষে শোক পালনের লক্ষ্যে সমবেত আযাদারদের উপর হামলা চালিয়েছে। ঐ হামলায় বেশ কয়েকজন আযাদার হতাহত হয়েছেন বলে জানা গেছে। নাইজেরিয়ার রাজধানীর পার্শ্ববর্তী একটি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নাইজেরিয়ার কিছু কিছু গণমাধ্যম জানিয়েছে, ঐ হামলায় ১০ জন প্রাণ হারিয়েছে। শহীদ হওয়া ঐ আযাদাররা নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত ইসলামি মুভমেন্ট অব নাইজেরিয়ার সদস্য।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা, ৩ বছর আগে মুভমেন্টের পক্ষ থেকে আয়োজিত আযাদারীর অনুষ্ঠানে হামলা চালায়। ঐ সময় মুভমেন্টের নেতা শেইখ ইব্রাহিম যাকযাকিকে আটক করে নিয়ে যায় তারা। বর্বর ঐ হামলায় শাইখ যাকযাকির ৩ পুত্রসহ শত শত শিয়া মুসলিমকে নির্মমভাবে গুলি করে হত্যা করে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী।

এদিকে, নাইজেরিয়া গণমাধ্যম দাবী করেছে, পুলিশ শোক মিছিলে অংশগ্রহণকারীদেরকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দিলে তারা অমান্য করলে পুলিশ তাদের উদ্দেশ্যে গুলি চালায়। কিন্তু ইসলামি মুভমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে কোনরূপ উস্কানী ছাড়াই তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে।

ইসলামি মুভমেন্টের মুখপাত্র জানিয়েছে, পুলিশের সহিংস হামলার জবাবে শোক মিছিলে অংশগ্রহণকারীরা আত্মরক্ষার্থে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

আব্দুল্লাহ মুসা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েকজন শহীদের লাশ তুলে পুলিশ ক্যাম্পে নিয়ে গেছে।

তিনি বলেন: এ ধরনের দমনমূলক নীতিতে নাইজেরিয়ার শীয়ারা সন্ত্রস্ত হবে না। বরং তাদের শহীদদের সংখ্যা যত বাড়তে থাকবে তাদের মিছিল ততই জোরদার হতে থাকবে।#