২৭ ফেব্রুয়ারী ২০২৪ - ১৯:১১
'ইসরাইলি গণহত্যায় নির্লজ্জ মার্কিন সহযোগিতা ইতিহাস ভুলবে না'

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের চলমান গণহত্যার প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নির্লজ্জ সহযোগিতার কথা ইতিহাস থেকে মুছে যাবে না। হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া দোহায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক বৈঠকের পর এ মন্তব্য করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মার্কিন অস্ত্রে সজ্জিত হয়ে ইসরাইলি সেনারা গাজা উপত্যকার নিরস্ত্র জনগণের ওপর ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এছাড়া, এই গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত আনীত তিনটি প্রস্তাবে ভেটো দিয়েছে ওয়াশিংটন।

হানিয়া বলেন, গণহত্যার পাশাপাশি গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে না দিয়ে সেখানকার লাখ লাখ অধিবাসীকে না খেয়ে মারার যে তৎপরতা তেল আবিব চালাচ্ছে তা ঢেকে রাখার চেষ্টা করছে বাইডেন প্রশাসন।

ইসমাইল হানিয়া বলেন, দখলদার ইসরাইল তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে গাজাবাসীকে দুর্ভিক্ষে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি মানবতার অসম্মান যা ইতিহাস চিরকাল মনে রাখবে। মার্কিন প্রশাসন যদি ভুলভাল বিবৃতি দিয়ে গাজার মানবিক পরিস্থিতি লুকিয়ে রাখার চেষ্টা করে তারপরও তা ইতিহাস থেকে মুছে যাবে না।

হামাসের শীর্ষ নেতা বলেন, গাজার নিরস্ত্র জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যায় আমেরিকার সরাসরি অংশগ্রহণ এখন আর কারো কাছে অস্পষ্ট নয়। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলো যে প্রচেষ্টা চালাচ্ছে তা বানচাল করার জন্যও তিনি ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করেন।#

342/