আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার শীর্ষ নেতা শাইখ যাকযাকির সমর্থনে আয়োজিত মিছিলে পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন শিয়া মুসলিম।
নাইজেরিয়ার রাজধানী আবুজাতে শাইখ যাকযাকির সমর্থকদের মিছিল পুলিশের হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে।
মিছিলে অংশগ্রহণকারীদেরকে লক্ষ্য করে পুলিশ গুলি চালালে এক কিশোর শহীদ এবং উল্লেখযোগ্য সংখ্যক আহত হয়েছে। তাদের বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত ২ বছর ধরে বিনা কারণে আটকে রাখা শাইখ যাকযাকির মুক্তির দাবীতে শান্তিপূর্ণভাবে ঐ মিছিলে অংশগ্রহণ করে নাইজেরিয় শিয়ারা। কিন্তু পুলিশের হামলায় তা নৃশংস রূপ নেয়।#




