‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৩১ ডিসেম্বর ২০২০

১০:০৬:১৭ AM
1101506

পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরানোর দাবিতে রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিল তৃণমূল

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকারের মধ্যে সংঘাতের জেরে রাজ্যপালকে সরানোর দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি দিয়েছেন তৃণমূল নেতারা। আজ (বুধবার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ওই তথ্য জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এমপি আজ বলেন, ‘গতবছর জুলাইয়ে বাংলায় নয়া রাজ্যপাল নিযুক্ত হন জগদীপ ধনখড়। প্রথমদিন থেকেই রাজ্য সরকার, সাধারণ প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে একনাগাড়ে ভিত্তিহীন  অভিযোগ তুলে আসছেন তিনি। সংবিধানের সমস্ত মর্যাদাকে ভূলুণ্ঠিত করে, প্রশাসনের যাবতীয় নিয়মকানুনকে বুড়োআঙুল দেখিয়ে একের পর এক বুনো অভিযোগ করেছেন রাজ্যপাল। কখনও বিবৃতি প্রকাশ করে, কখনও সংবাদ সম্মেলন করে, কখনও আবার কোনও টিভি চ্যানেলের প্যানেলিস্ট হিসেবে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তিনি। উনি যা করেছেন, স্বাধীন ভারতের কোনও রাজ্যের রাজ্যপাল আজ পর্যন্ত তা করেননি।’

তৃণমূলের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এ ব্যাপারে ৬ পাতার স্মারকলিপি জমা দেওয়া হয়। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি নেত্রী ডা. কাকলি ঘোষ দস্তিদার, রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এবং মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় ওই স্মারকলিপিতে সই করেছেন। রাজ্যপাল কবে, কোথায় কী মন্তব্য করেছেন এবং কীভাবে সাংবিধানিক ক্ষমতার  অপব্যবহার করেছেন, সেসব বিস্তারিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।#

342/