‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

৫ মে ২০২১

১১:৫৪:৪৭ AM
1137948

সহিংসতা বরদাশত করা হবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেসব জায়গায় বিজেপি জিতেছে, সেসব জায়গায় অত্যাচার হচ্ছে, কিন্তু কোনোভাবেই সহিংসতা বরদাশত করা হবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তিনি আজ (বুধবার) একটানা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে রাজ্য সচিবালয় নবান্নে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।    

মমতা বলেন, ‘যখন এসব ঘটনা ঘটেছে তখন নির্বাচন কমিশনের হাতে সবকিছু ছিল, আমার নিয়ন্ত্রণে ছিল না। কয়েকটি ঘটনা ঘটেছে, যদিও সব কিন্তু সত্যি নয়।  অনেকগুলো আমরা বের করেছি সেগুলো হল ‘ফেক’। বিজেপি সমস্ত পুরোনো ঘটনাগুলো ভুয়ো ঘটনা হিসেবে লোককে দেখাচ্ছে। আমি সবাইকে আবেদন জানিয়ে বলব, বিজেপির ভুয়ো ঘটনায় বিশ্বাস করবেন না।’

তিনি বলেন, ‘আমি প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আবেদন করব, দয়া করে এসব বন্ধ করুন। বিজেপিকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিধানসভা নির্বাচনের সময়ে অনেক অত্যাচার করেছেন আপনারা। এবার অত্যাচার করা বন্ধ করুন। তা না হলে আইন আইনের পথএই চলবে। আমরা চাই বাংলা শান্তিপ্রিয় জায়গা, সংহতির জায়গা, সম্প্রীতির জায়গা, সংস্কৃতির জায়গা। সর্বধর্ম, বর্ণ, শ্রেণি মিলে আমরা যেন শান্তিতে বিরাজমান হই। আমরা যেন শান্তিতে বাস করতে পারি। আমার কোনো ভাই-বোন কারও  ওপরে কোনোরকম যেন আঘাত না আসে সেটা দেখতে হবে। আর যদি কেউ অন্যায় করে থাকে থানায় এফআইআর করলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।’  

অন্যদিকে, রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে মমতা আজ একগুচ্ছ নির্দেশিকা ঘোষণা করেছেন। এতে আগামীকাল  (বৃহস্পতিবার) থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখার ঘোষণা করেন তিনি। বাসের সংখ্যাও কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। বিমানযাত্রার ক্ষেত্রে কোভিড রিপোর্ট নেগেটিভ হওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন মমতা।  

মমতা বলেন, ‘সবাইকে আবশ্যিক ভাবে মাস্ক পরতেই হবে এবং ব্যবহার করতে হবে স্যানিটাইজার। সরকারি ও বেসরকারি দফতরগুলোতে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করাতে হবে। এছাড়া সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজ্যের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অন্যদিকে, গহনার দোকান খোলা থাকবে দুপুর ১২টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত।

মমতা আজ কোভিড নিয়ে, অক্সিজেন নিয়ে, ভ্যাকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও স্বচ্ছ নীতি নেই বলে তীব্র সমালোচনা করেন। তিনি এসব বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন। #

342/