‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বুধবার

১৯ মে ২০২১

১১:২৭:২০ AM
1142450

ভারতে করোনাভাইরাসে একদিনে সাড়ে ৪ হাজারের বেশি রোগীর মৃত্যু রেকর্ড

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে সাড়ে চার হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে। একদিনে মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (মঙ্গলবার) সকাল ৮ টা থেকে আজ (বুধবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ৪ হাজার ৫২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একইসময়ে ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ টি নয়া সংক্রমণ হয়েছে।

দেশে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০। মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ২৪৮ জন করোনা রোগী। বর্তমানে ৩২ লাখ ২৬ হাজার ৭১৯ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৮৬ হাজার ৩৬৩ জন।

ভারতে চলতি বছর ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে কোভিডের টিকাকরণ কর্মসূচি। এ পর্যন্ত ১৮ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৩০২ জনের টিকা প্রদান সম্ভব হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ কোটি ৩ লাখ ১ হাজার ১৭৭ জনের। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায়  আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন। মৃত্যু হয়েছে ১৪৫ জনের। #

342/