আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এরই অংশ হিসেবে এসব ড্রোন প্রতিপক্ষের নৌযান শনাক্তকরণ অভিযান চালিয়েছে। চলমান মহড়ার নাম দেওয়া হয়েছে 'কাস্পিয়ান সাগরের টেকসই নিরাপত্তা-২০২১'।
ইরানের ইয়াসির ও আবাবিল ড্রোন বিভিন্ন নৌযানের অবস্থান শনাক্ত করে সঙ্গে সঙ্গে সেগুলোর ছবি ও অবস্থানস্থলের সুনির্দিষ্ট তথ্য কন্ট্রোল রুমে পাঠিয়েছে যা ছিল অত্যন্ত সন্তোষজনক।
এই মহড়ায় বিভিন্ন ধরণের ড্রোন ছাড়াও বিমান, হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার এবং উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ব্যবহার করা হচ্ছে।
কাস্পিয়ান সাগরের ৭ হাজার ৭০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই মহড়া চলছে। এতে সর্বাত্মক সহযোগিতা ইরানের বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট।
কাস্পিয়ান সাগরে রয়েছে ইরানের বিশাল জলসীমা।#