‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৫ আগস্ট ২০২১

৮:২২:০৮ AM
1166716

জম্মু-কাশ্মীরে তিন বছরে ৪০০ সংঘর্ষ, ৬৩০ গেরিলা ও ৮৫ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানের মৃত্যু

জম্মু-কাশ্মীরে গত তিন বছরে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ৪০০ টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে ৬৩০ গেরিলা ও ৮৫ জন নিরাপত্তা বাহিনীর জওয়ানের মৃত্যু হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ২০১৮ সালের মে মাস থেকে ২০২১ সালের জুন পর্যন্ত এক পরিসংখ্যানে ওই তথ্য জানা গেছে।        

আজ (বুধবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তর দেওয়ার সময়ে বলেন, গত তিন বছরে সন্ত্রাসীদের সঙ্গে ৪০০ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবং এরফলে ৬৩০ জন সন্ত্রাসী ও ৮৫ জন নিরাপত্তা বাহিনীর জওয়ান প্রাণ হারিয়েছে।

গতকাল (মঙ্গলবার) কেন্দ্রীয় সরকার বলেছিল, ভারত ও পাকিস্তান গত ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে (আইবি) গোলাগুলি সম্পর্কিত সমস্ত চুক্তি মেনে চলার জন্য সম্মত হওয়ার পর থেকে মাত্র ছ’টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০২০ সালে ৫,১৩৩ টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এছাড়া ২০১৯ সালে ৩,৪৭৯ টি এবং ২০১৮ সালে ২,১৪০ টি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।  

মন্ত্রী নিত্যানন্দ রায়, একটি প্রশ্নের লিখিত উত্তরে বলেন, ভারত ও পাকিস্তানের সামরিক অপারেশনের মহাপরিচালকদের মধ্যে হটলাইনে নির্ধারিত আলোচনার পরে ভারত ও পাকিস্তান উভয়েই নিয়ন্ত্রণ রেখার পাশে এবং অন্যান্য সকল অঞ্চলে ২০২১ সালের ২৪/২৫ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সমস্ত সমঝোতা, চুক্তি ও যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলতে সম্মত হয়েছিল।#       

342/