‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৫ অক্টোবর ২০২১

৭:০০:৫৬ PM
1188936

কান্দাহারে শিয়া মসজিদে আত্মঘাতী হামলা, হতাহত ১০৬ (ছবি)

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের একটি শিয়া মসজিদে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত মুসল্লিদের মাঝে আত্মঘাতী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত সপ্তাহে আফগানিস্তানের কুন্দুজ শহরে শিয়া মসজিদে হামলার শোক কাটতে না কাটতে আবারও আত্মঘাতী হামলায় কেঁপে উঠলো কান্দাহারের ‘ফাতিমিয়াহ জামে মসজিদে’। জুমআর নামাজের জন্য মসজিদ অভ্যন্তরে সমবেত মুসল্লিদেরকে লক্ষ্য করে চালানো কাপুরুষোচিত এ আত্মঘাতী হামলায় অন্তত ৩৬ জন শহীদ এবং অপর ৭০ জন আহত হয়েছেন। অবশ্য কিছু কিছু সূত্র হতাহতের সংখ্যা আরও বেশী বলে জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’টি বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালানো হয়। প্রথম বিস্ফোরণটি মসজিদের প্রবেশ দ্বারে এবং দ্বিতীয়টি মসজিদের ভেতরে ঘটানো হয়। ইতিমধ্যে মানবতার শত্রু সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইসিস) এ হামলার দায় স্বীকার করেছে।

তালেবানের সিনিয়র কর্মকর্তা ‘বেলাল কারিমি’ আত্মঘাতী হামলার তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে এ হামলা চালানো হয়েছে। তবে হামলা সম্পর্কে তিনি বিস্তারিত কোন তথ্য দেন নি।

গত সপ্তাহেও আফগানিস্তানের কুন্দুজ অঞ্চলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়; এতে ১৫০ মুসল্লি শহীদ হন। কুন্দুজ শহরের শিয়া মসজিদে ঐ আত্মঘাতী হামলার ঘটনার নিন্দা জানায় আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন সংস্থা। এছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক দেশ আফগানিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তালেবানকে আরও তৎপর হওয়ার প্রতি আহবান জানিয়ে আত্মঘাতী ঐ হামলার সাথে জড়িতদেরকে আটক ও তাদের দৃষ্টান্ত মূল শাস্তির দাবী জানায়।

প্রসঙ্গত, কান্দাহারের ফাতিমিয়াহ জামে মসজিদটি কয়েক দশক আগে নির্মিত এবং এ মসজিদের নির্মাতা মরহুম আয়াতুল্লাহ মুহাম্মাদ আসেফ মুহসেনি আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের সদস্য ছিলেন।#176