‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বুধবার

২০ অক্টোবর ২০২১

৭:০৮:৪৬ PM
1190503

আফগানিস্তানে মসজিদে হামলার ঘটনায় মুসলিম নেতাদের নিরবতা দ্বীনি ভ্রাতৃত্বকে প্রশ্ন বিদ্ধ করে : মাজমা

আফগানিস্তানের কান্দাহারে শিয়া মসজিদে আত্মঘাতী হামলার নিন্দায় প্রকাশিত আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) এক বিবৃতিতে বলা হয়েছে: কান্দাহারে নৃশংস হামলা পরিকল্পিত এবং শিয়া প্রজন্ম হত্যার চক্রান্তের স্পষ্ট লক্ষণ। মুসলিম সমাজকে ক্ষতিগ্রস্থ এবং ইসলাম ও মানবতার আধ্যাত্মিক ও আকর্ষণীয় ভাবমুর্তিকে ক্ষুন্নকারী তাকফিরি চিন্তাধারা ও উগ্রতাবাদীতার ভয়াবহতাকে মনে করিয়ে দিচ্ছে এ সকল হামলা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জুমআর নামাজ চলাকালীন সময়ে শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় বিবৃতি প্রকাশ করে নিন্দা জানিয়েছে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা (মাজমা)।

মাজমা’র ঐ বিবৃতিতে কান্দাহারের নৃশংস হামলা পরিকল্পিত এবং শিয়া প্রজন্ম হত্যার চক্রান্তের স্পষ্ট লক্ষণ বলে উল্লেখ করে বলা হয়েছে, অমানবিক এ হামলার বিপরীতে বিভিন্ন সংস্থা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও মুসলিম নেতাদের নিরবতা দ্বীনি ভ্রাতৃত্বকে প্রশ্ন বিদ্ধ করেছে।

বিবৃতির অপর অংশে বলা হয়েছে, দায়েশের (আইসিস) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে কুন্দুজের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পক্ষে কোন ইতিবাচক পদক্ষেপ তালেবানের পক্ষ থেকে পরিলক্ষিত হয় নি।

বিবৃতির মূল অংশ:

بسم الله الرحمن الرحیم

«وَما لَكُمْ لَا تُقاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ القَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيّاً وَاجْعَلْ لَنا مِنْ لَدُنْكَ نَصِيرا»

‘তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর পথে এবং অসহায় নর-নারী ও শিশুদের (উদ্ধারের) জন্য সংগ্রাম করবে না? যারা বলছে, ‘হে আমাদের প্রতিপালক! অত্যাচারী অধিবাসীদের এই নগর হতে আমাদেরকে বাহির করে অন্যত্র নিয়ে যাও এবং তোমার নিকট হতে কাউকে আমাদের অভিভাবক কর এবং তোমার নিকট হতে কাউকে আমাদের সহায় নিযুক্ত কর। (নিসা : ৭৪)

আফগানিস্তানের কান্দাহার শহরের ফাতিমিয়াহ জামে মসজিদে মুসল্লিদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার ঘটনায় –যাতে ১৩০ জন শিয়া মুসলিম হতাহত হয়েছে- বিশ্বের শিয়া সমাজ, আহলে বাইত (আ.)-এর ভক্তবৃন্দ এবং সর্বোপরি মানবতার বন্ধুদের অন্তরকে ব্যথিত করেছে।

গত সপ্তাহে কুন্দুজ শহরের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার পর (কান্দাহারের) এ আত্মঘাতী হামলা শত্রুদের ষড়যন্ত্রের বিষয়ে শিয়া মুসলিমরা উদ্বিগ্ন এবং আহলে সুন্নত ও সকল সত্যান্বেষী বিবেকের উদ্বেগের কারণ হয়েছে।

কান্দাহারের নৃশংস হামলা পরিকল্পিত এবং শিয়া প্রজন্ম হত্যার চক্রান্তের স্পষ্ট লক্ষণ। মুসলিম সমাজকে ক্ষতিগ্রস্থ এবং ইসলাম ও মানবতার আধ্যাত্মিক ও আকর্ষণীয় ভাবমুর্তিকে বিনষ্টকারী তাকফিরি চিন্তাধারা ও উগ্রতাবাদীতার ভয়াবহতাকে মনে করিয়ে দিচ্ছে এ সকল হামলা।

ইসলাম ও আফগানিস্তানের জনগণের ফরিয়াদে সাড়া দিন। বিশ্বের কারও নিকট এটা লুকায়িত নয় যে, এ যাবতকাল পর্যন্ত শিয়া মাযহাবের অনুসারীরাই হামলার শিকার হয়েছে এবং কখনই তাদেরকে সন্ত্রাসী হামলাকারীর ভূমিকায় দেখা যায়নি।

অমানবিক এ হামলার বিপরীতে বিভিন্ন সংস্থা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও মুসলিম নেতাদের নিরবতা দ্বীনি ভ্রাতৃত্বকে প্রশ্ন বিদ্ধ করেছে। অতএব, অত্যাচার ও গুপ্তহত্যা বিরোধী সকল মানুষই কান্দাহারের সন্ত্রাসী হামলার বিপরীতে অবস্থান গ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

বিশ্বসমাজ বিশেষতঃ প্রতিবেশী দেশগুলোর উচিত হবে না আফগানিস্তানকে দায়েশের অবাধ বিচরণের স্থলে রূপান্তরিত হওয়ার বিষয়ে উদাসীন থাকা।

দায়েশের (আইসিস) বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নে কুন্দুজের শিয়া মসজিদে সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পক্ষে কোন ইতিবাচক পদক্ষেপ তালেবানের পক্ষ থেকে গৃহিত হয় নি।

সাম্প্রতিক মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে লক্ষ্য করে কয়েকটি আত্মঘাতী হামলার ঘটনা থেকে স্পষ্ট হয়েছে যে, আফগানিস্তানের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সন্ত্রাসীদের হামলা রোধে অপারগ। অতএব, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকদের কাছে এ বিষয়ে সহযোগিতা চাওয়া এবং তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো তাদের উচিত।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সহযোগিতা এবং শিয়াদের অধিকার রক্ষায় চেষ্টা চালাবে। আর এ ঘটনায় শহীদদের পরিবার এবং আফগানিস্তানের জনগণের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাদের জন্য ধৈর্য্য, শহীদদের জন্য মাগফিরাতে ইলাহি ও বেহেশত এবং আহতদের জন্য দ্রুত সুস্থতা কামনা করে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা

২৪/০৭/১৪০০ ফার্সি সন

(১৬/১০/২০২১ ইং)

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর শুক্রবার দুপুরে জুমআর নামাজের সময় তাকফিরি সন্ত্রাসীরা কান্দাহারের শিয়াদের সর্ববৃহৎ মসজিদ ‘ফাতিমিয়াহ জামে মসজিদে’ হামলা চালায়। ৩ আত্মঘাতীর চালানো ঐ হামলায় অন্তত ৩৭ জন মুসল্লি শহীদ এবং ৭০ জন আহত হয়েছেন।#176