‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
সোমবার

২৫ অক্টোবর ২০২১

১২:৪১:২৩ PM
1192091

সুদানে সামরিক অভ্যুত্থানের আশংকা

আফ্রিকার দেশ সুদানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুককে আটক করা হয়েছে। এর ফলে দেশটিতে নতুন করে সামরিক অভ্যুত্থানের আশংকা জোরদার হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সামরিক বাহিনীর তথ্য বিভাগ থেকে বলা হয়েছে, সামরিক অভ্যুত্থানের প্রতি সমর্থন দিতে রাজি না হওয়ায় প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদুককে আটক করে অজ্ঞাত স্থানে নেয়া হয়েছে।

এর আগে গণমাধ্যমে রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন অবরুদ্ধ করে সামরিক বাহিনী এবং তারপর তাকে আটক করে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। আজ সোমবার ভোরের আগেই তাকে আটক করা হয়েছে বলে সুদানের সামরিক বাহিনীর একটি অজ্ঞাত সূত্র নিশ্চিত করেছে।

গণমাধ্যমের বিভিন্ন খবর থেকে জানা যাচ্ছে যে, সুদানের বেসামরিক প্রশাসনের আরো বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। এর মধ্যে রয়েছেন শিল্পমন্ত্রী ইব্রাহিম আল শেখ, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ।

সুদানে সামরিক বাহিনীর জেনারেল হেমেদতি এবং বুরহান প্রধানমন্ত্রী আব্দুল্লাহকে গৃহবন্দী এবং পরে তাকে আটক করেন। ২০১৯ সালে যে গণবিস্ফোরণের মুখে সাবেক স্বৈরশাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হন তার সুযোগ নিয়ে সামরিক বাহিনীকে সুদানের রাজনীতিতে শক্ত অবস্থানে রেখেছেন এই দুই জেনারেল।

সুদানের চলমান নাটকীয় পরিস্থিতির মধ্যে দেশের অনেক জায়গায় টেলিফোন লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, রাজধানী অভিমুখী সড়ক-মহাসড়কগুলোতে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে।

সুদানের প্রফেশনাল অ্যাসোসিয়েশন পরিস্থিতিকে সামরিক অভ্যুত্থান বলে মন্তব্য করে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছে।#

342/