‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২১ এপ্রিল ২০২২

১২:১০:১৮ PM
1250224

আল-আকসা মসজিদে ইসরাইলি সহিংসতা, রেব করে দিল নামাজিদের

অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলা চলছে। এমনকি পবিত্র মসজিদ আল-আকসা থেকে নামাজিদেরকে বের করে দিচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) :যদিও এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক হচ্ছে পবিত্র রমজান মাসেও আল-আকসা মসজিদে আমরা ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসন দেখছি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আমরা আশা করি ফিলিস্তিনি জাতি উন্নয়ন ও মুসলিম দেশ ও জাতির সমর্থনে তার ঐতিহাসিক অধিকার অর্জন করবে।”#

342/