‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৭ এপ্রিল ২০২২

১১:৪৭:৪২ AM
1252287

ইরানের ভূয়সী প্রশংসায় আফগানিস্তানের তালেবান সরকার

আফগানিস্তানে তালেবানের অস্থায়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় সেদেশের জনগণের জন্য ইরানি সহায়তার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ক্বারি শাহ মোহাম্মদ আফগান জনগণের জন্য ইরানের সর্বাত্মক সাহায্য সমর্থনের প্রশংসা করে এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের তালেবান এমন সময় ইরানের প্রশংসা করল যখন ইরান সম্প্রতি ওই দেশটিতে সন্ত্রাসী হামলায় আহত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং নিহত পরিবারের সদস্যদেরকে বিভিন্ন রকম সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। অবশ্য ইরানের সহযোগিতা নতুন কিছু নয়। এর আগে গত চার দশক ধরে দেশের ভেতরে ও বাইরের শত্রুর মোকাবেলায় আফগান জনগণকে ইরান সবরকম সহায়তা দিয়ে আসছে। এ ছাড়া আশ্রয় নেয়া লাখ লাখ আফগান শরণার্থীকে ইরান দেখভাল করছে। এসব থেকে বোঝা যায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান অসংখ্য সংকটে জর্জরিত হলেও তারা সবসময়ই আফগান জনগণের পাশে রয়েছে। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী যেমনটি বলেছেন, 'তার দেশ সবসময়ই আফগান জনগণের পাশে রয়েছে। কেননা অতীতের মতোই সরকারগুলো আসে আর যায় কিন্তু জনগণ তাদের অবস্থানেই থাকে'। সর্বোচ্চ নেতার এ বক্তব্যের ভিত্তিতে ইরানও সবসময়ই স্বাস্থ্য, শিক্ষা কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে আফগান শরণার্থীদেরকে যেমন সহযোগিতা দিয়ে যাচ্ছে অন্যদিকে আফগানিস্তানেও নানা ক্ষেত্রে সহযোগিতা দেয়ার মাধ্যমে আফগান জনগণের সমস্যা কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে ইরান সরকার।

আফগানিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা গোলাম হাবিব হেসাম এ ব্যাপারে বলেছেন, আফগান জনগণের জন্য ইরানের মানবিক ত্রাণ সহায়তা অবশ্যই প্রশংসার যোগ্য এবং আমরা চাই সব মুসলিম দেশ ইরানের মতোই আফগান জনগণকে সহায়তার জন্য এগিয়ে আসবে।

পর্যবেক্ষকরা বলছেন, আফগানিস্তান শুধু যে ইরানের প্রতিবেশী দেশ তাই নয় ইরানের অতীত ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতিরও অংশ। এ কারণে তালেবান ফের ক্ষমতায় আসার পর মুসলমানদের শত্রুরা ভ্রাতৃপ্রতীম এ দুই মুসলিম দেশের মধ্যে বিভাজন বা দূরত্ব সৃষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আফগান নেতৃত্বের দূরদৃষ্টি ও সতর্কতার কারণে শত্রুদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

এতে কোনো সন্দেহ নেই যে, আফগান জনগণের শত্রুরা চায় না সেদেশে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হোক এবং তারা আফগানিস্তানে সংকট ও নিরাপত্তাহীনতা জিইয়ে রাখার চেষ্টা করছে। যাইহোক, ইসলামি ইরান সবসময়ই আফগান জনগণের পাশে রয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতাও এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেছেন।               

342/