‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩ সেপ্টেম্বর ২০২২

৭:৪৯:৪৮ PM
1302996

আফগানিস্তানে শক্তিশালী বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান

আফগানিস্তানের হেরাত প্রদেশের একটি সুন্নি মসজিদে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গতকাল (শুক্রবার) জুমার নামাজের আগে চালানো ওই বোমা হামলায় একজন তালেবানপন্থি আলেমসহ ১৮ জন নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছে।

শুক্রবার বিকেলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এক বিবৃতিতে হেরাত প্রদেশের গুজারগাহ মসজিদে চালানো ওই বোমা হামলার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে আফগানিস্তান জুড়ে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে কানয়ানি বলেন, উগ্রবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান আফগানিস্তানের পাশে থাকবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকালের বোমা হামলায় নিহতদের পরিবারবর্গকে শোক ও সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।        

আফগানিস্তানের হেরাত প্রদেশে তালেবানপন্থি আলেম মুজিব রহমান আনসারিকে হত্যার দায় এখনো কেউ স্বীকার করেনি। তবে এ ধরনের হামলা সাধারণত আইএস বা দায়েশ চালিয়ে থাকে।#

342/