‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৮ অক্টোবর ২০২২

৮:১৯:৪৬ PM
1311684

পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসন: ৪ ফিলিস্তিনি শহীদ, বহু আহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তর অংশে গত ২৪ ঘন্টায় এই হতাহতের ঘটনা ঘটে।

ইহুদিবাদী সেনারা আজ (শনিবার) খুব ভোরে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়।

ইসরাইলি কয়েকটি হেলিকপ্টার খুব নিচু থেকে শরণার্থী শিবির এবং আশপাশের এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি চালায়। এ সময় সাংবাদিক এবং হাসপাতাল কর্মী ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে ওই এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি। এছাড়া ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করতে আসা একদল সাংবাদিকের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা।

সকালের অভিযানে ১৭ বছরের দুই কিশোর ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং এ সময় ১১ জন আহত হয়। একজনের নাম আহমদ মোহাম্মদ দারাগমেহ; অপরজন মাহমুদ আস-সুস। এছাড়া, কালকিলিয়া ও রামাল্লাহ শহরের ১৪ এবং ১৭ বছরের আরো দুই তরুণকে ইসরাইল সেনারা হত্যা করে। এসব আগ্রাসনে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।#


342/