‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২১ অক্টোবর ২০২২

৪:১৫:৪৪ PM
1315870

কোলকাতায় চাকরিপ্রার্থীদের সমর্থনে ডিওয়াইএফআই’র মিছিল, আটক কয়েকজন

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় চাকরিপ্রার্থীদের সমর্থনে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংগঠনটির নেতা-নেত্রীদের আটক করেছে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি হয়।

আজ (শুক্রবার) ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জিকে পুলিশ আটক করে। তাকে টেনেহিঁচড়ে চ্যাঙদোলা করে পুলিশ ভ্যানে তোলা হয়। এছাড়া ময়ূখ বিশ্বাস, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তসহ অনেক ছাত্র-যুব নেতাকে পুলিশ আটক করেছে।  

চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করেছেন বিশিষ্ট চলচিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। রাজ্য সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘পথে রক্ত, দেওয়াল তবু নীল-সাদায় রাঙে। চোর-পুলিশ হাত মিলিয়ে আন্দোলন ভাঙে’।  

ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন ‘মমতা ব্যানার্জির পুলিশ প্রতিবাদের ভাষাকে, আন্দোলনকে ভয় পাচ্ছে। সেই কারণে জোর করে আন্দোলন ভাঙার চেষ্টা করছে। গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম। পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল তাদের উপর যারা সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেলেন। আর যারা যোগ্য চাকরিপ্রার্থী তাদের ন্যায্য আন্দোলনকে মাঝরাতে পুলিশ বলপ্রয়োগ করে পিটিয়ে তুলে দিয়েছে।’ তিনি বলেন, মানুষ সব দেখছে আগামী নির্বাচনে তারাই বিচার করবে। 

হাইকোর্টের নির্দেশ ছিল করুণাময়ীতে শিক্ষকতার চাকরিপ্রার্থী ‘টেট’ উত্তীর্ণ ও প্রশিক্ষণপ্রাপ্তদের ধর্না-অবস্থান আন্দোলনস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। বলা হয় পর্ষদের কাজে যাতে বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। কার্যকর করতে হবে ওই এলাকায় জারি হওয়া ১৪৪ ধারাও। সন্ধ্যা থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পুলিশ। একনাগাড়ে মাইক প্রচার করে অবস্থান তুলে নেওয়ার অনুরোধও করা হয়। কিন্তু তা সত্ত্বেও আন্দোলনকারীরা ধর্না- অবস্থান চালিয়ে গেলে গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ  জোর করে চাকরী প্রার্থীদের ধর্না-অবস্থান কর্মসূচি ভেঙে দেয় পুলিশ।  আন্দোলনকারীদের টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়। 

ওই ঘটনাকে পশ্চিমবঙ্গের নাগরিকদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ বলে বিবৃতি দিয়েছেন বিনায়ক সেন, অপর্ণা সেন, বিভাস চক্রবর্তী, কৌশিক সেন ও অন্য বিশিষ্ট ব্যক্তিরা। তারা ওই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন। আজ ওই ইস্যুতে বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে কোলকাতায় রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়।# 

342/