‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২১ অক্টোবর ২০২২

৪:১৯:৫২ PM
1315879

বান্দরবান ও রাঙামাটিতে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ১০ সদস্য গ্রেফতার

পার্বত্য জেলা বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন অঞ্চল থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সাতজন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তিনজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

আজ (শুক্রবার) দুপুরে বান্দরবান জেলা পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি জঙ্গিবাদে জড়িয়ে কথিত হিজরতের নামে ঘরছাড়া তরুণরা পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নিয়ে অস্ত্রশস্ত্র  চালানোর প্রশিক্ষণ নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে দুর্গম পাহাড়ে অভিযান চালানো হয়।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ৯টি বন্দুক, ৫০ রাউন্ড গুলি, কারতুজ কেইজ ৬২টি, ছয়টি হাতবোমা, দেশীয় তৈরি পিস্তল একটি, লিফলেট ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এসব আভিযানে আটক ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মৃত সৈয়দ আবুল কালামের ছেলে সৈয়দ মারুফ আহমেদ মানিক (৩১), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মো. শাহ আলমের ছেলে ইমরান হোসেন সাওন (৩১), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মৃত গোলাম কিবরিয়ার ছেলে কাওসার শিশির (৪৬), সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর আহম্মেদ জনু (২৭), বরিশালের মুলাদী উপজেলার নয়ন মৃধা নুরুজ্জামানের ছেলে ইব্রাহিম আলী (১৯), সিলেটের আতিকুল আলমের ছেলে আবু বক্কর সিদ্দিক বাপ্পি (২৩), সুনামগঞ্জের ছাতক উপজেলার আব্দুস সালামের ছেলে রুফুমিয়া (২৬), বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার লাল মুন সয় বুমের ছেলে জৌথান বম (১৯) ও স্টিফেন বম (১৯) এবং একই উপজেলার জিক বিল বমের ছেলে মাল সম বম (২০)।

এর আগে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া ১৯ জেলার ৫৫ তরুণের তালিকা প্রকাশ করে র‍্যাব। তারা সবাই নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্য হিসেবে দীক্ষা নেয়।  

র‍্যাব আরও জানায়, নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ) নামের পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী একটি সশস্ত্র গোষ্ঠী।#

342/