২৬ অক্টোবর ২০২২ - ১৭:২৫
ইসরাইল একমাত্র শক্তির ভাষা বোঝে: হামাস নেতা খালেদ মাশআল

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের বিভিন্ন এলাকায় ৬ ফিলিস্তিনিকে হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইলের চরম নিন্দা জানিয়ে হামাসের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রধান খালেদ মাশআল বলেছেন, ইসরাইল শুধুমাত্র শক্তির ভাষা বোঝে।

তিনি বলেন, আগামী পহেলা নভেম্বর ইসরাইলের যে সংসদ নির্বাচন রয়েছে তাতে প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন জোট সাধারণ ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়ে বিজয় অর্জন করতে চাইছে। 

খালেদ মাশআল বলেন, শহীদদের প্রতিরোধ অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ড মুক্ত করার পথ খুলে দিয়েছে এবং পশ্চিম তীরে প্রতিরোধকারীদের পুনরুত্থান হয়েছে। ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ এবং নির্যাতন চালিয়ে এই উত্থানকে ঠেকানো যাবে না বরং পশ্চিম তীরের জেনিন ও নাবলুসসহ বিভিন্ন এলাকায় এই প্রতিরোধ সংগ্রাম আরো জোরদার হবে।

হামাস নেতা জোর দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের প্রতিশ্রুতিতে কোনো দুর্বলতা সৃষ্টি করতে পারবে না বরং ফিলিস্তিনি যোদ্ধাদের নৈতিক মনোবল ও  চেতনাকে আরো শানিত করবে।#

342/