‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৭ অক্টোবর ২০২২

৩:৪৫:০৯ PM
1317762

ইরান ইউক্রেন যুদ্ধে 'সচেতনভাবে নিরপেক্ষ' অবস্থান বজায় রেখেছে: জাতিসংঘে ইরানি রাষ্টদূত

ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে বলে যে অভিযোগ উত্থাপন করা হয়েছিল ওই অভিযোগকে ইরান "সম্পূর্ণ ভিত্তিহীন" বলে প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সায়িদ ইরাভানি গতকাল নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই অভিযোগ দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করেন।

তিনি বলেন: ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে তেহরান "সক্রিয়ভাবে নিরপেক্ষ" অবস্থান বজায় রেখেছে। জনাব ইরাভানি বলেন: ইরান কখনোই ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করে নি। তিনি বলেন: ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের উন্নয়নে অবদান রাখতে পারে-এমন কোনো উপকরণ, সরঞ্জাম, পণ্য কিংবা প্রযুক্তি উৎপাদন কিংবা সরবরাহ করে নি। ইরান এইসব সরঞ্জাম সরবরাহ করতেও চায় না বলে তিনি মন্তব্য করেন।

আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করার অভিযোগ তুলেছে। তারই পরিপ্রেক্ষিতে ইরানি কূটনীতিক আমির সায়িদ ইরাভানি নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই অভিযোগ প্রত্যাখ্যান করলেন।

ইরান-বিরোধী এই অভিযোগ প্রথম উত্থাপন করা হয়েছে গত জুলাই মাসে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান অভিযোগ করেন যে ওয়াশিংটন "তথ্য" পেয়েছে- ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে কয়েকশ' ড্রোন সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। যদিও ইরান এবং রাশিয়া উভয় দেশই ওই অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।#

342/