‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৭ নভেম্বর ২০২২

৩:৫৯:০৭ PM
1326686

জোড়া বোমা হামলায় আহত আরো এক ইসরাইলি মারা গেছে

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের আলকুদস জেরুজালেম শহরে চলতি সপ্তাহে একটি বাস স্টেশনে যে জোড়া বোমা হামলা হয়েছিল তাতে আহত আরো এক অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি মারা গেছে।

গতকাল শনিবার ইসরাইলের কর্মকর্তারা এ ঘোষণা দেন। তারা জানান, বিস্ফোরণের দিন ওই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছিল। গত বুধবার জেরুজালেম শহরের পশ্চিম প্রান্তে এই  বিস্ফোরণ ঘটে এবং ওই দিনে এক ইসরাইলি নিহত হয়েছিল। ইসরাইলের স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, বিস্ফোরণ দুটিতে অন্তত ১৩ জন ইসরাইল আহত হয়েছিল।

২০১৬ সালের পর এই প্রথম ইসরাইলের ভেতরে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটলো। বুধবার সকাল সাতটার দিকে জেরুজালেম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আধঘণ্টা পরে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। ফরাসি বার্তা সংস্থা এএফপি ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, দূর নিয়ন্ত্রিত রিমোটের সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো সংগঠন এর দায় স্বীকার করেনি।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধে আন্দোলন হামাস এবং জিহাদ আন্দোলন এই হামলাকে ইসরাইলের হত্যাযজ্ঞ ও দমন-পীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাভাবিক জবাব বলে উল্লেখ করেছে। এছাড়া লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এই হামলার প্রশংসা করেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে ২০০’র বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

342/