‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ ডিসেম্বর ২০২২

৬:১৯:১১ PM
1328548

নেতানিয়াহুর বিরুদ্ধে অন্তত ৫০ টি স্থানীয় সংগঠনের প্রতিবাদ

অধিকৃত ভূখণ্ডে ৫০টিরও বেশি ইহুদিবাদী ইসরাইলি সংগঠন বিদ্রোহ করেছে। তারা ঘোষণা করেছে কট্টরপন্থি ধর্মীয় সংগঠন 'নোয়াম'-এর প্রধান অভি মউজকে কোনোভাবেই সহযোগিতা করা হবে না। বেনিয়ামিন নেতানিয়াহু অভি মউজকে তার দফতরের উপমন্ত্রী নির্বাচিত করার সিদ্ধান্ত নেয়ায় সংগঠনগুলো বিদ্রোহ করেছে।

নেতানিয়াহু সম্প্রতি কট্টরপন্থি বহু লোককে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে ইহুদিবাদী ইসরাইলের সরকারে ব্যাপক মতপার্থক্য ও বিভেদ দেখা দিয়েছে। ইহুদিবাদীরা তাদের ভবিষ্যত মন্ত্রিসভা এবং দেশ-বিদেশে তার প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন।

ইহুদিবাদী "ওয়াল্লা" ওয়েবসাইটের প্রতিবেদনে আজ বলা হয়েছে, ইহুদিবাদী প্রশাসনের শহর ও গ্রাম পরিষদের প্রধানরা ঘোষণা করেছেন শিক্ষামূলক কর্মসূচির বাজেট তারা নিজেরাই নির্ধারণ করবেন। বিদেশী পাঠ্যক্রম ইউনিট তত্ত্বাবধানের দায়িত্ব মওজের কাছে  হস্তান্তর করা হলে শিক্ষা কর্মসূচির বাজেটের ওপর বিরুপ প্রভাব পড়ার আশংকায় তারা ওই সিদ্ধান্ত নিয়েছে। বিদায়ী মন্ত্রীসভার প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদও অভি মউজকে উপমন্ত্রী নির্বাচনের ঘটনাকে 'পাগলামি' বলে মন্তব্য করেছেন।

নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টি চরমপন্থি ধর্মীয় সংগঠন নোয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তি অনুযায়ী অভি মউজকে উপমন্ত্রী হিসেবে নিয়াগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইয়ায়ির লাপিদ তার টুইটার পেজে লিখেছেন, প্রতিদিনই ক্রমশ পরিষ্কার হচ্ছে যে একটি ডানপন্থী মন্ত্রিসভার পরিবর্তে সম্পূর্ণ পাগল একটি সরকার গঠিত হচ্ছে যাচ্ছে।

ওয়াল্লার প্রতিবেদনে আরও বলা হয়েছে, নোয়াম দলটি 'ধর্মীয় ইহুদিবাদী' জোটের হয়ে নেসেট নির্বাচনে অংশ নিয়েছিল।#

342/