ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস-টিভি'র সঙ্গে আলাপকালে তিনি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ 'পিজিসিসি' ও চীনের দেওয়া সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রসঙ্গে ওই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তিনটি দ্বীপের সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষে আরব-আমিরাতের সকল প্রচেষ্টার প্রতি আরব নেতৃবৃন্দের সমর্থনের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।
পারস্য উপসাগরের কৌশলগত তিন দ্বীপ বু'মুসা,তোম্বে কুচাক ও তোম্বে বোযোর্গ ঐতিহাসিকভাবেই ইরানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। ইরানসহ বিশ্বের বহু ঐতিহাসিক তথ্যপঞ্জিতে,আইনি ও ভৌগলিক নথিতে তার প্রমাণ রয়েছে বলে ইরানের দাবি। তেহরান বহুবার তিন ইরানি দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এসেছে। ইরান ওই তিন দ্বীপের ওপর তাদের সার্বভৌমত্ব নিশ্চিত করেছে।
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলো ইরানের বিরুদ্ধে তেলাবিব ও আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিরই ব্যর্থ অনুসরণ করছে বলে আব্বাস জোর দেন।#
342/