৬ জানুয়ারী ২০২৩ - ১৫:১০
৪০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন এক ফিলিস্তিনি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ফাতাহ আন্দোলনের একজন প্রতিরোধ যোদ্ধা দীর্ঘ ৪০ বছর পর ইহুদিবাদী ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

করিম ইউনুস নামে এই ফাতাহ আন্দোলনের কর্মকর্তাকে ইহুদিবাদী ইসরাইল আজ (বৃহস্পতিবার) মুক্তি দেয়। ফিলিস্তিনের যেসব ব্যক্তি এ পর্যন্ত দীর্ঘদিন ইসরাইলে কারা ভোগ করেছেন ফাতাহ আন্দোলনের এই নেতা তার অন্যতম।

১৯৮৩ সালে ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে তাকে ইহুদিবাদী ইসরাইল আটক করে। বর্তমানে তার বয়স ৬৬ বছর। প্রথম দিকে তাকিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও পরে তা কমিয়ে চল্লিশ বছর করা হয়।

১৯৯৩ সালে সই হওয়া চুক্তি অনুসারে ইউনুসের ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। ওই চুক্তি অনুসারে ইসরাইলের কারাগার থেকে চারটি ব্যাচে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার বিষয়ে রাজি হয় তেলাবি।

পশ্চিম তীর ও গাজা উপত্যকার বন্দিদের তিনটি ব্যাচ ইসরাইল থেকে মুক্তি পেলেও শেষ পর্যন্ত আটকে যায় করিম ইউনূসের ব্যাচ। করিম ইউনুসের চাচাতো ভাই মাহের এখনো ইসরাইলি কারাগারে বন্দী রয়েছেন। তিনি ১৯৮৩ সাল থেকে কারা ভোগ করছেন।#


342/