‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৫ জানুয়ারী ২০২৩

৫:০৯:২৭ PM
1338627

শান্তি, ঐক্য আর সমৃদ্ধি কামনায় শেষ হল প্রথম পর্বের আখেরি মোনাজাত

শান্তি ও ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ১ম পর্বের আখেরি মোনাজাত। এ পর্বে অংশ নেন মাওলানা জুবায়েরের অনুসারী দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। আখেরি মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমার ময়দান ও আশপাশের এলাকা।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে সকাল থেকেই ইজতেমার ময়দানের দিকে আসতে থাকেন ধর্মপ্রাণ মুসল্লির। কিন্তু এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ইজতেমা ময়দান।

পরে মুসল্লিরা অবস্থান নেন আশেপাশের এলাকার বাড়ির ছাদ ও রাস্তায়। অপেক্ষা করতে থাকেন আখেরি মোনাজাতের।  আজ রোববার সকাল ১০টায় আখেরি মোনাজাত শুরু হয়। তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা জুবায়েরের কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত চলে ২০ মিনিট পর্যন্ত।

এসময় আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমার ময়দান ও আশপাশের এলাকা।  অশ্রুভেজা চোখে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। এদিকে আখেরি মোনাজাত শেষে গ্রামে ফিরে যেতে ছুটছেন অনেকেই। অনেকেই আবার মাথায় ব্যাগ নিয়ে পায়ে হেঁটেই রওনা করেন। আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে মুসল্লিরা যেন বাড়ি ফিরতে পারে সেজন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম। করোনা মহামারীর পর দীর্ঘ দুই বছর পর অনুষ্ঠিত হলো ৫৬ তম বিশ্ব ইজতেমা।#

342/