‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৬ জানুয়ারী ২০২৩

৫:০৭:১৬ PM
1338993

ইউক্রেনের ওপর সর্বশেষ হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য দিল মস্কো

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী শনিবার রাতে ইউক্রেনের ওপর সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সবগুলোই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে ইউক্রেনের সামরিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম এবং জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা রয়েছে।

এর আগে, হামলার দিনই ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন এলাকার বিদ্যুতের গ্রেড বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, "১৪ই জানুয়ারি ইউক্রেনের মিলিটারি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এর পাশাপাশি হামলা চালানো রয়েছে কয়েকটি বিদ্যুৎ স্থাপনায়। প্রত্যেকটি হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে এবং হামলার লক্ষ্য অর্জিত হয়েছে।"

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গলুশেঙ্কোকে বহু সংখ্যক গণমাধ্যম এবং সরকারি কর্মকর্তা জানিয়েছিলেন যে, রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো দেশের বিভিন্ন জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে।

এছাড়া রাশিয়ার বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছিল যে, তাদের দুটি থার্মাল বিদ্যুৎকেন্দ্র হামলার শিকার হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে- অন্তত একটি বিদ্যুৎ স্থাপনা মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তার যন্ত্রপাতির প্রধান কক্ষ ধ্বংস হয়ে গেছে।

ইউক্রেনের কর্মকর্তারা দিনিপার শহরের এটি আবাসিক ভবন ধ্বংসের কথা বলেছেন যেখানে অন্তত ২৫ জন সামরিক মানুষ নিহত ও ৭৩ জন আহত হয়েছিলেন।#

342/