‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৬ জানুয়ারী ২০২৩

৫:০৮:০২ PM
1338994

ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ ‘পণ্ডশ্রম’: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, একগুচ্ছ আরব দেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করে ফিলিস্তিন ইস্যুকে ধামাচাপা দিয়ে রাখা যাবে না। তিনি দখলদার ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে ‘পণ্ডশ্রম’ বলে মন্তব্য করেছেন।

সিরিয়া সফররত আমির-আব্দুল্লাহিয়ান গতকাল দামেস্কে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর উচ্চপস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ফিলিস্তিন এবং জেরুজালেম আল-কুদস হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান দু’টি সমস্যা। আল-কুদসকে রাজধানী করে এবং ফিলিস্তিনের ঐতিহাসিক সীমান্ত নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এটি মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত থাকবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুটি চিরতরে মুছে ফেলার জন্য আমেরিকা এ পর্যন্ত বহু পরিকল্পনা উত্থাপন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, অসলো চুক্তি, বৃহত্তর মধ্যপ্রাচ্য পরিকল্পনা, কথিত শতাব্দির সেরা চুক্তি এবং আব্রাহাম চুক্তি। কিন্তু ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ অক্ষ নিজেদের মধ্যে ঐক্য, স্থিতিস্থাপকতা এবং অধ্যবসায় ধরে রেখে এসব পরিকল্পনা ধুলিস্যাত করে দিয়েছে।

বৈঠকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর নেতারা অধিকৃত ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার জন্য তারা ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান।#

342/