সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় বিশেষ করে জেনিন এবং নাবলুসে ইহুদিবাদী বাহিনীর হামলার ঘটনা বেড়ে গেছে। তাদের হামলায় কয়েক ডজন ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং আরও কয়েকশ আহত হয়েছে।
ফিলিস্তিনের আল-ইয়াওম টিভি নেটওয়ার্ক আজ জানিয়েছে, ফিলিস্তিনের এক নাগরিককে লক্ষ্য করে ইসরাইলি সেনারা গুলি চালায়। ওই ফিলিস্তিনি কালকিলিয়া সড়কের কাদুমিম এলাকার কাছে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে সশস্ত্র হামলা চালানোর চেষ্টা করছিল বলে দাবী করেছে ইহুদিবাদী সেনারা।
গত শনিবারেও ইসরাইলি সেনারা রামাল্লা শহরের পশ্চিমে ফিলিস্তিনি এক যুবকের ওপর গুলি চালিয়ে তাকে হত্যা করে। ইহুদিবাদী সেনারা পশ্চিম তীর ও অধিকৃত কুদস শহরের বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই অভিযান চালায় এবং ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।#
342/