‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

৩০ জানুয়ারী ২০২৩

৪:৩৪:৪৮ PM
1342352

মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইসরাইলকে রক্ষা করা যাবে না

মার্কিন নাগরিকদের ট্যাক্সের টাকা দিয়ে ইহুদিবাদী ইসরাইল সরকারকে রক্ষা করা যাবে না বরং ‘বিশাল অভ্যন্তরীণ সংকটের’ কারণে এই বর্ণবাদী সরকার ধ্বংস হয়ে যাবে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি রোববার একাধিক টুইটার বার্তা প্রকাশ করে এ মন্তব্য করেছেন।

কানয়ানির টুইটার বার্তায় বলা হয়, ইসরাইলের সর্বশেষ পাঁচটি মন্ত্রিসভার প্রত্যেকটি এক বছরের কম সময়ে ভেঙে পড়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভারও একই পরিণতি হবে বলে আশা করা যায়।

টুইটার বার্তায় আরো বলা হয়, “মার্কিন সরকার আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে বর্ণবাদী ইসরাইল সরকারকে রক্ষা করে যাচ্ছে কিন্তু এই অর্থ তেলআবিবকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে যথেষ্ট নয়।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সরকার প্রচণ্ড রকমের অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন। তিনি বলেন, দখলদাররা তাদের বাঁচার শেষ আশাটুকু হারিয়ে ফেলছে এবং বিষয়টি ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি মুক্ত করার ব্যাপারে আশাবাদী করে তুলছে।

ইহুদিবাদী ইসরাইলের দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হাজার হাজার মানুষ তেল আবিবে নতুন করে বিক্ষোভ করার পর কানয়ানির এসব টুইটার বার্তা প্রকাশিত হলো। নেতানিয়াহুর সরকার ইসরাইলের বিচার বিভাগের সংস্কারের জন্য যে চেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

নেতানিয়াহু উগ্রবাদী কিছু লোকজনকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন এবং তাদের দাবিদাওয়া পূরণ করার জন্য এমন কিছু করতে হবে যা আদালতে টিকবে না। এজন্য তারা বিচার বিভাগের সংস্কার করতে চাইছেন যাতে আদালতকে মন্ত্রিসভার অধীনে আনা যায়।  বিষয়টি ইসরাইলিরা মানতে চাইছে না। এছাড়া, নেতানিয়াহুর বিরুদ্ধে আগের যে সমস্ত দুর্নীতির অভিযোগ রয়েছে সেগুলোও যাতে বিচারের আওতায় আনা না যায়- বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে তার চেষ্টা করছেন তিনি।#

342/