সূত্র : Parstoday
সোমবার
২০ ফেব্রুয়ারী ২০২৩
২:৩৯:৪৫ PM
1347708

ইরান শতকরা ৮৪ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে বলে কিছু পশ্চিমা গণমাধ্যম যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটি কখনও শতকরা ৬০ ভাগের বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি।