‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২১ ফেব্রুয়ারী ২০২৩

৬:০৬:৪৮ PM
1347986

রায়িসির চীন সফরের সুফল ‘অচিরেই’ ভোগ করবে দু’দেশের জনগণ

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সাম্প্রতিক চীন সফরে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর বাস্তবায়ন আগামী দুই মাসের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন ইরানের বাণিজ্য উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আলীরেজা পেইমান পাক। তিনি বলেছেন, এসব চুক্তি বাস্তবায়নের সুফল ‘অচিরেই’ দু’দেশের জনগণ ভোগ করবে।

তিনি গতকাল (সোমবার) তেহরানে প্রেসিডেন্ট রায়িসির সাম্প্রতিক বেইজিং সফল সম্পর্কে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। পেইমান পাক বলেন, চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে প্রেসিডেন্ট রায়িসির চীন সফরের কয়েক মাস আগে থেকে এ সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়।তিনি বলেন, চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়ার কারণে দেশটির সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করাকে রায়িসি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রেসিডেন্ট রায়িসির বেইজিং সফরকালে খনিজ সম্পদ উত্তোলন, পর্যটন, রেল যোগাযোগ, শিল্প ও খনিজ সম্পদ আহরণের যন্ত্রপাতি তৈরি বিষয়ক বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পেইমান পাক বলেন, চীন বিশ্বের অন্যতম বৃহৎ খনিজসম্পদ ব্যবহারকারী দেশ। ইরানের তেল-গ্যাস খাতে বড় ধরনের চীনা বিনিয়োগ নিয়ে প্রেসিডেন্ট রায়িসির সাম্প্রতিক বেইজিং সফরে চুক্তি সই হয়েছে বলেও জানান তিনি।#


342/