‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৪ ফেব্রুয়ারী ২০২৩

১২:০৬:১২ PM
1348659

লিবারেলিজম ও ডেমোক্রেসির আড়ালে সম্পদ লুটপাটের চক্রান্ত চলছে: ইরানের সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, লিবারেল ডেমোক্রেসির নেতারা গোটা বিশ্বের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চক্রান্ত করেছে। লিবারেলিজম ও ডেমোক্রেসির ঝাণ্ডার আড়ালে তারা বিশ্বের সম্পদ লুটপাট এবং অন্য দেশ ও জাতির ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়। স্বাভাবিকভাবেই ইসলাম ধর্ম এর বিরোধী।

তিনি আজ (বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি) ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও সদস্যদের সঙ্গে বৈঠকে সাক্ষাতে এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন, প্রথমত, বিশেষজ্ঞ পরিষদ জনগণের ভোটে নির্বাচিত। দ্বিতীয়ত, এই পরিষদের সবাই আলেম। কাজেই বিশেষজ্ঞ পরিষদ ইসলামি ব্যবস্থায় প্রজাতন্ত্র এবং ইসলামের মধ্যে সমন্বয় ও ঐক্য তুলে ধরে।

তিনি আরও বলেছেন, যখন ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা পায় তখন জনগণের শাসন আসে, স্বাধীনতা নিশ্চিত হয়। তবে এর সঙ্গে থাকে ইসলাম ধর্ম। ইসলামি প্রজাতন্ত্র লিবারেল ডেমোক্রেসির হোতাদের বিশ্বব্যাপী আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনাকে ভেস্তে দেয়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, নিষেধাজ্ঞা না থাকলে আমরা শিল্প ও কারিগরী খাতে এত বেশি উন্নয়ন ঘটাতে পারতাম না। প্রতিরক্ষা শিল্প ও স্বাস্থ্য-চিকিৎসা খাতে এত বেশি সামর্থ্য অর্জন করা সম্ভব হতো না। তারা আমাদের কাছে কোনো যন্ত্রপাতি, বিজ্ঞান-প্রযুক্তি কিছুই বিক্রি করছিল না, আমরা বাধ্য হয়ে এসব ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছি।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ১৯৯০ সালের কথা। তখন ইমাম খোমেনীর মৃত্যুর এক বছর পার হয়েছে। সে সময় একদল ঘোষণা করল যে, ইরান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সেটা ছিল ১৯৯০ সাল। এখনও কেউ কেউ আছেন যারা পরিস্থিতিকে এভাবে ব্যাখ্যা করছে, যদিও তাদের নিজেদের পরিচিতি ও ব্যক্তিত্বই এখন ধ্বংসের মুখে রয়েছে।

আজকের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিও সেখানে উপস্থিত ছিলেন।#


342/