‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৬ ফেব্রুয়ারী ২০২৩

৩:৪৪:০৫ PM
1349139

পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া

রাশিয়া পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। পোল্যান্ডের তেল পরিশোধন প্রতিষ্ঠান পিকেএন অরলেনের প্রধান নির্বাহী একথা জানিয়েছেন।

342/তিনি বলেন এই পরিস্থিতিতে, ঘাটতি পূরণ করতে বিকল্প উৎসব খুঁজে বের করা হবে।পোল্যান্ড ইউক্রেনের কাছে জার্মানির তৈরি লেপার্ড ট্যাংক পাঠানোর একদিন পর রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করল।

গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মস্কোর বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডকে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখার সুযোগ দেয়া হয়েছিল।

ইউক্রেনকে লেপার্ড ট্যাংক সরবরাহ করার কারণে দেশটি সেই সুযোগ এবার হারালো।সম্প্রতি পোল্যান্ড ও জার্মানি ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়ার কথা ঘোষণা করে। সেই ঘোষণা অনুসারে পোল্যান্ড সবার আগে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালো। বিষয়টি রাশিয়া মোটেই ভালোভাবে গ্রহণ করেনি, তেল রপ্তানি বন্ধের মধ্যদিয়ে তা পরিষ্কার।#