‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৪ মার্চ ২০২৩

৪:৩৩:২৬ PM
1352186

রুশ বাহিনীকে বাখমুটেই থামাতে হবে: ভলোদিমির জেলেন্সকি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ভবিষ্যৎ নির্ভর করছে বাখমুটসহ পূর্বাঞ্চলীয় অন্য শহরগুলোর যুদ্ধের ফলাফলের ওপর। সোমবার রাতে এক ভিডিও বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

জেলেনস্কি বলেন, বাখমুটসহ পূর্বাঞ্চলীয় অন্য যুদ্ধক্ষেত্রগুলোতে রাশিয়ার সেনাদের ধ্বংসের মাধ্যমেই ইউক্রেনের ভবিষ্যৎ টিকে থাকবে। গত কয়েকদিন ধরে যখন বাখমুট নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে তখন তিনি একথা বললেন। পতনের মুখে থাকার পরও ইউক্রেনের সেনারা বাখমুটে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। যদিও শহরটির বেশিরভাগ এলাকা এখন রাশিয়ার দখলে। 

দোনেস্ক অঞ্চলের এই বড় শহরটি ছাড়াও আরও বেশ কয়েকটি শহরকে ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন জেলেনস্কি। তিনি বলেন, “পূর্বাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রের অবস্থা খুবই কঠিন ও কষ্টদায়ক। আমাদেরকে অবশ্যই শত্রুদের সামরিক শক্তিকে ধ্বংস করতে হবে। বিলোহরিভকা, মারিংকা, আভদিভকা, বাখমুট, উগলেদার এবং কামিয়ানকায় ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এসব শহরের ওপরই নির্ভর করছে ইউক্রেনের ভবিষ্যৎ।”
রাশিয়া যুদ্ধের প্রথম থেকে বলে আসছে, বাখমুট উদ্ধার করতে পারলে গোটা দোনেস্ক অঞ্চল তাদের হাতের মুঠোয় চলে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে। প্রথম দিকে ইউক্রেন বাখমুটের গুরুত্ব অস্বীকার করে আসছিল। তবে গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি একাধিকবার বাখমুটকে ইউক্রেনের প্রতিরোধ চেষ্টার সব থেকে গুরুত্বপূর্ণ দুর্গ বলে আখ্যায়িত করেছেন। রাশিয়া এই শহরের প্রায় চারদিক থেকে ঘিরে ফেললেও সেখান থেকে সেনা প্রত্যাহার করছে না ইউক্রেন। ফলে যত দ্রুত বাখমুট রাশিয়ার হাতে যাওয়ার সম্ভাবনা ছিল, তা হয়নি।#


342/