‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৭ মে ২০২৩

৮:৪১:৫৪ AM
1363415

আরব লীগে ফেরার জন্য সিরিয়ার প্রয়োজনীয় ভোট পাওয়ার সম্ভাবনা

এক দশকেরও বেশি সময় পর সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে আজ (রোববার) মিশরের রাজধানী কায়রোতে বৈঠকে বসছেন ২২ সদস্যের এই লীগের শীর্ষ কূটনীতিকরা। এ বৈঠকে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার ব্যাপারে ভোট দেবে সদস্য দেশগুলো।

আরব লীগের মুখপাত্র গামাল রুশদি বলেছেন, মিশর ও সৌদি আরবের অনুরোধে এ বৈঠকে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে সিরিয়ার ব্যাপারে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। ভোটাভুটি কীভাবে হবে- এমন প্রশ্নের উত্তরে রুশদি বলেন, সাধারণত আরব লীগ যেকোনো সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গ্রহণ করে, কিন্তু একথাও মনে রাখতে হবে যে, প্রতিটি দেশেরই আপত্তি তোলার অধিকার রয়েছে।

গ্যাস-সমৃদ্ধ কাতারসহ কিছু আরব দেশ আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তনের বিরোধিতা করছে।

এদিকে আরব লীগের একজন সিনিয়র কূটনীতিক মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে জানিয়েছেন, আজকের বৈঠকে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত হলে আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ  জানানো হবে। তিনি বলেন, সেক্ষেত্রে খুব সম্ভবত প্রেসিডেন্ট আসাদ আরব শীর্ষ নেতাদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এদিকে, আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত আরবি নিউজ চ্যানেল আশ-শারককে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, রিয়াদে চলতি মাসে অনুষ্ঠেয় আরব শীর্ষ সম্মেলনে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্তভাবে অনুমোদিত হতে পারে।#

342/