‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১০ মে ২০২৩

৯:৪১:০৪ AM
1364413

বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রাডার ইরানের হাতে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও রাডার ব্যবস্থা রয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ও রাডার শত্রুদের চোখে কাটা হয়ে দেখা দিয়েছে।

গতকাল (মঙ্গলবার) ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ একথা বলেছেন।

তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী তার শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ-ক্ষমতা বাড়িয়ে চলেছে। ইরানের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা সফলতার সাথে নানা ধরনের প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম তৈরি করছেন।

সাবাহি ফার্দ বলেন, ধর্মীয় শিক্ষার ভিত্তিতে ইরান এই নীতি অনুসরণ করে যে, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য দেশের সামরিক শক্তি বাড়ানো অপরিহার্য। এ কমান্ডার আরো বলেন- বিশেষ ভৌগোলিক, রাজনৈতিক ও কৌশলগত অবস্থানের কারণে শত্রুরা সবসময় ইরানের উপর শ্যেনদৃষ্টি বজায় রাখে।#

342/